পদ্মশ্রী_ফিরিয়ে_দিয়ে ##সন্ধ্যা_মুখার্জি_কি_এটা_ঠিক_করছেন ???
১৯৪৭ - ১৯৬৪ সাল জহরলাল নেহেরুর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৩৩ বছর।
১৯৬৪ - ১৯৬৬ সাল লাল বাহাদুর শাস্ত্রীর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৩৫ বছর।
১৯৬৬ - ১৯৭৭ সাল ইন্দিরা গান্ধীর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৪৬ বছর।
১৯৭৭ - ১৯৭৯ সাল মোরারজি দেশাইয়ের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৪৮ বছর।
১৯৭৯ - ১৯৮০ সাল চরণ সিংয়ের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৪৯ বছর।
১৯৮০ - ১৯৮৪ সাল ইন্দিরা গান্ধীর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৫৩ বছর।
১৯৮৪ - ১৯৮৯ সাল রাজীব গান্ধীর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৫৮ বছর।
১৯৮৯ - ১৯৯০ সাল বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৫৯ বছর।
১৯৯০ - ১৯৯১ সাল চন্দ্র শেখরের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৬০ বছর।
১৯৯১ - ১৯৯৬ সাল পি ভি নরসিংহ রাওয়ের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৬৫ বছর।
১৯৯৬ সাল অটল বিহারী বাজপেয়ীর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৬৫ বছর।
১৯৯৬ - ১৯৯৭ সাল এইচ ডি দেবগৌড়ার সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৬৬ বছর।
১৯৯৭ - ১৯৯৮ সাল ইন্দ্র কুমার গুজরালের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৬৭ বছর।
১৯৯৮ - ২০০৪ সাল অটল বিহারী বাজপেয়ীর সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৭৩ বছর।
২০০৪ - ২০১৪ সাল মনমোহন সিংয়ের সরকার।
সন্ধ্যা মুখার্জি তখন ৮৩ বছর।
২০১৪ - ২০২২ সাল নরেন্দ্র মোদীর সরকার।
সন্ধ্যা মুখার্জি এখন ৯০ বছর।
সন্ধ্যা মুখার্জির এত বছর পদ্মশ্রী না পাওয়ার পিছনে দোষারোপ মোদী সরকার, এইরূপ ঘৃণ্য রাজনীতি করা অতিশিক্ষিত বাঙ্গালীদের তীব্র প্রতিবাদ জানাই !!
No comments:
Post a Comment