Thursday, 27 January 2022

পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে সন্ধ্যা মুখার্জি কি এটা ঠিক করছেন ???



পদ্মশ্রী_ফিরিয়ে_দিয়ে ##সন্ধ্যা_মুখার্জি_কি_এটা_ঠিক_করছেন ???


১৯৪৭ - ১৯৬৪ সাল জহরলাল নেহেরুর সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৩৩ বছর।


১৯৬৪ - ১৯৬৬ সাল লাল বাহাদুর শাস্ত্রীর সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৩৫ বছর।


১৯৬৬ - ১৯৭৭ সাল ইন্দিরা গান্ধীর সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৪৬ বছর।


১৯৭৭ - ১৯৭৯ সাল মোরারজি দেশাইয়ের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৪৮ বছর।


১৯৭৯ - ১৯৮০ সাল চরণ সিংয়ের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৪৯ বছর।


১৯৮০ - ১৯৮৪ সাল ইন্দিরা গান্ধীর সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৫৩ বছর।


১৯৮৪ - ১৯৮৯ সাল রাজীব গান্ধীর সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৫৮ বছর।


১৯৮৯ - ১৯৯০ সাল বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৫৯ বছর।


১৯৯০ - ১৯৯১ সাল চন্দ্র শেখরের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৬০ বছর।


১৯৯১ - ১৯৯৬ সাল পি ভি নরসিংহ রাওয়ের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৬৫ বছর।


১৯৯৬ সাল অটল বিহারী বাজপেয়ীর সরকার।

সন্ধ্যা মুখার্জি তখন ৬৫ বছর।


১৯৯৬ - ১৯৯৭ সাল এইচ ডি দেবগৌড়ার সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৬৬ বছর।


১৯৯৭ - ১৯৯৮ সাল ইন্দ্র কুমার গুজরালের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৬৭ বছর।


১৯৯৮ - ২০০৪ সাল অটল বিহারী বাজপেয়ীর সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৭৩ বছর।


২০০৪ - ২০১৪ সাল মনমোহন সিংয়ের সরকার। 

সন্ধ্যা মুখার্জি তখন ৮৩ বছর।


২০১৪ - ২০২২ সাল নরেন্দ্র মোদীর সরকার।

সন্ধ্যা মুখার্জি এখন ৯০ বছর।


সন্ধ্যা মুখার্জির এত বছর পদ্মশ্রী না পাওয়ার পিছনে দোষারোপ মোদী সরকার, এইরূপ ঘৃণ্য রাজনীতি করা অতিশিক্ষিত বাঙ্গালীদের তীব্র প্রতিবাদ জানাই !! 

Saturday, 22 January 2022

সুভাষ

 ব্রিটিশ গভর্নমেন্ট বলতো ,”সুভাষ একটা রোগ। একটা সংক্রমণ,যা অচিরেই আটকানো দরকার।” আমরা বলি, সুভাষ একটা আধ্যাত্মবোধ। যাঁর সুভাষে – সুভাষের অন্তর্ধানের ৬২ বছর পরেও সুভাষিত হচ্ছে হাজারো রাজনৈতিক এবং অরাজনৈতিক মস্তিষ্ক । নেতাজী সুভাষচন্দ্র বসুর ব্যপারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনর্গল বলে লিখে বা ভেবে কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। হয়তো উঠে আসবে ২৩ শে জানুয়ারি ১৮৯৭। ১৮ অগাস্ট ১৯৪৫- এর মত তারিখ । উঠে আসবে জানকীনাথ বসু, প্রভাবতী দেবী, এমিলি বা অনিতা দেবীর নাম। মানচিত্রে হয়তো দেখিয়ে দেবেন কটক,ভবানীপুর, আফগানিস্তান ,জার্মানি, কোহিমা বা তাইওয়ানকে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে, সুভাষ কে? সুভাষ কি? সুভাষ কেন? নিজের মতো করে উত্তর দিই, –


১) সুভাষ কে? : সুভাষ একটা গন্ধ,যা বারুদের থেকে তীব্র,অ্যামোনিয়ার থেকে ঝাঁঝালো আর কস্তুরীর চেয়ে মিঠে। এই মিঠে সুভাষ গায়ে মেখে স্বাধীনতার প্রথম পতাকার সাক্ষী কোহিমা আজও অপেক্ষা করে সুভাষের। এই গন্ধের ঝাঁঝ সীমান্তে ঘুম ভাঙ্গায় শত্রু পক্ষের। এই গন্ধে বারুদের তীব্রতা ফুসফুসে মিশিয়ে পথে নামে সহস্র যুবক-যুবতী । কখনও রিজওয়ানুরের জন্য । কখনও বা নির্ভয়ার জন্য। সুভাষ সে, যে চোখে চোখ রেখে বলে, স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না। স্বাধীনতা অধিকার। স্বাধীনতা বিপ্লব। যে বিপ্লব, আজও প্রতিনিয়ত প্লাবিত হয় তোমার আমার রক্তে। শুধু সেই ধ্বনিটা দরকার যে, রক্তের বিনিময়ে স্বাধীনতার আশ্বাস দেয় । শুরুতেই বলেছি, সুভাষ একটা গন্ধ । একটা বোধ । তাই হয়তো সুভাষকে ধরা যায় না। সুভাষ স্বাধীন থাকে আমরণ।


২) সুভাষ কি? : সুভাষ আমাদের সমাজের সবকটা স্তম্ভের ভিতরে থাকা সেই লোহার শিকের কাঠামো, যাতে মরচে ধরানো যায় কিন্তু উপরে ফেলা যায় না। ২৬ শে জানুয়ারি কুচকাওয়াজ দেখতে দেখতে অবচেতন মনেই যখন কপালে হাত উঠে যায় ,মনে রাখবেন ওখানে সুভাষ ছিল। ৫০ হাজারের স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বকাপ নিয়ে দৌড়তে দেখে যখন আপনার চোখ দিয়ে জল পড়েছিল, সেদিনও সুভাষ ছিল। কনকনে শীতে মোহন যখন মোহাম্মদকে সঙ্গী করে ভোররাতে সুফিয়ার নিহারি খেতে গেছিলেন, সেদিনও সুভাষ ছিল। আক্রম হয়তো জানে না, অষ্টমীর রাতে সুভাষ সারারাত আড্ডা মেরেছিলো ওদের সাথে ম্যাডক্স স্কোয়ারে । “সুভাষ কী, তা আমরা বারবার না বুঝেও তার প্রমান দিই। সোশ্যাল মিডিয়াতে ১০০ টাকার নোটে নেতাজির ছবির দাবি যতবার শেয়ার হয়েছে, ততবার বুঝেছি “সুভাষ কী “।


৩) সুভাষ কেন? : বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সুভাষ তাই আসলে একটা বিশ্বাস। যে বিশ্বাস রোজ একটা গোটা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অগ্রগতির দিকে। একটা বিশ্বাস। যে বিশ্বাস আস্থা রাখে, একদিন অন্যায় বন্ধ হবে। সকলে সমান অধিকারে সুস্থভাবে বাঁচবে। আগেও বলেছি সুভাষ তাই রক্তে প্লাবিত হয়। ব্রিটিশ গভর্নমেন্ট যতই সুভাষকে রোগ বলুক, সুভাষ তো আসলে রক্তের সেই উষ্ণ অনুভূতি যা, শরীরকে রোগমুক্তি করে। সমাজে যখনই কোনও অধিকার-সম্পন্ন ক্ষমতাশীল মানুষকে ঘুষ খেতে দেখেছেন, রক্ত টগবগ করে ফোটানোর জন্য সুভাষ। যতবার টিকিট না কেটে মনে ভয় নিয়ে বাড়ি ফিরেছেন, তার কারণ সুভাষ। যতবার আপনার জীবদ্দশায় বিবেকের কাছে আপনাকে মাথা নত করতে হবে অথবা রাতে শোওয়ার আগে আয়নায় মাথা তুলে দাঁড়াবেন, তার কারণ হবে সুভাষ।


সবকিছুর ‘কম্প্রোমাইস’- এর দেশে অধিকারবোধ তো আসলে সুভাষেরই দান। তাই তো পাড়ার আড্ডায়, চায়ের ঠেকে, মদের আসরে বা বিজ্ঞদের আলোচনায় মাঝেমাঝেই আমরা বলি -“নেতাজি সুভাষচন্দ্র বসুর মত করে স্বাধীনতা পেলে দেশটা হয়তো অন্যরকম হতো।


भागवत निषाद (भूतपूर्व फौजी) गोरखपुर

 शुक्रवार दोपहर दुष्कर्म के अभियुक्त का वध करने के वाले दुष्कर्म पीड़िता के पिता भागवत जी ने पुलिस को यह बयान दिया है और कहा है कि "मुझे दिलशाद की हत्या करने का कोई पछतावा नहीं है। घुट-घुटकर जीने से अच्छा है जेल में रहना। फांसी चढ़ जाना।" 


भागवत जी ने बतलाया कि समाज के ताने और दिलशाद की हरकतों से परेशान होकर उन्होंने यह कदम उठाया।

पुलिस ने भागवत जी का बयान दर्ज किया है। बयान के मुताबिक, भागवत निषाद ने कहा है कि समाज के ताने सुन-सुनकर वह इतना परेशान हो गये थे कि आत्महत्या करने की सोचने लगे थे। भागवत जी ने आगे बताया कि बीच जमानत पर छूटे दिलशाद की हरकतों ने मेरी परेशानी को गुस्से में बदल दिया। खुदकुशी करने से परिवार का भविष्य खराब होने के डर से इरादा बदल दिया। सोचा क्यों न परेशानी की वजह को ही जड़ से खत्म कर दिया जाए और उसकी इसलिए उन्होंने दिलशाद का वध कर दिया।


भागवत जी ने बताया कि एक समय था कि घर में कोई काम पड़ने पर दिलशाद मदद करता था, लेकिन समय के साथ उसके तौर तरीके बिगड़ते गए। दिलशाद उसके घर के सामने ही पंचर की दुकान लगाता था। उसे समझाया और डांटा भी। इसके बाद वह दुकान बंद कर गोला जाकर काम करने लगा था। लेकिन, उसकी हरकतों में सुधार नहीं आया। एक दिन बेटी कॉलेज से घर आ रही थी, तभी उसे जबरन लेकर हैदराबाद चला गया। पुलिस ने छह दिन बाद केस दर्ज किया था। लड़की को हैदराबाद से बरामद किया। दिलशाद जेल गया। मैं दो साल पहले ही सेना से सेवानिवृत्त हुआ था। 


जब भी कहीं जाता था, बेटी के बारे में लोग कानाफूसी करते थे। इस कारण घर से बाहर भी नहीं निकलता था। किसी तरह परिवार वालों ने संभाला। जब तक दिलशाद जेल में था, तब तक तो ठीक था। जेल से बाहर आते ही वह मुझे और बेटी को परेशान करने लगा। कभी घर के बाहर आकर जोर-जोर से चिल्लाता तो कभी कुछ और हरकत करता था। इससे मुझे गुस्सा आता था, लेकिन लड़की की गलती भी लगती थी। इसी बीच खुदकुशी का ख्याल मन में आया, लेकिन फिर सोचा कि मेरे बाद परिवार का क्या होगा ? 


दिलशाद सबका जीना मुश्किल कर देगा। इसके बाद कांटे को ही रास्ते से हटाने का फैसला कर लिया। मैने बेटी के अपमान व प्रताड़ना का बदला ले लिया है। अब बेटी या परिवार को कोई परेशान नहीं करेगा...!!


Tuesday, 11 January 2022

মাস্টারদা সূর্য সেন

 মাস্টারদা সূর্য সেন…

         


বিয়ের রাত, মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া হবে , এমন সময় হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিল একটু চিরকুট। চিরকুট পড়ে খুবই চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন মাস্টারদা। গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতার দলের উচ্চমহল থেকে। ফুলশয্যার রাতে নির্জন কক্ষে সহধর্মিণী পুস্পকে বললেন " তোমার কাছে আমার অপরাধের সীমা নেই। তুমি আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তুমিই আমার স্ত্রী থাকবে। দলের গুরুত্বপূর্ণ কাজে আমার ডাক এসেছে।আজ ই তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে।" অশ্রুসিক্ত নয়নে মাস্টারদাকে বিদায়  দিয়েছিলেন নব বিবাহিতা স্ত্রী পুস্প। শুধু জিজ্ঞেস করেছিলেন মাস্টারদার চিঠি পাবে কিনা।                                         কথা রেখেছিলেন মাস্টারদা। চিঠি আসতো পুস্পর কাছে, খুব গোপনে।সে চিঠি শুরু হতো " স্নেহের পুস্প" দিয়ে আর শেষ হতো  " তোমার ই সূর্য " দিয়ে।                                                   আর দেখা হয়নি স্বামী স্ত্রীর? হয়েছিল,পুস্প যখন নিউমোনিয়ায় আক্রান্ত, মৃত্যু পথযাত্রী, সূর্য তখন জেলে। প্যারোলে কয়েক ঘণ্টার জন্য ছাড়া পেয়ে স্নেহের পূস্পকে দেখতে এসেছিলেন মাস্টারদা। কিন্তু তার আগেই জীবনদীপ নিভে গেছে পূস্পর।


২রা ফেব্রুয়ারী ১৯৩৩ ....

পলাতক সূর্য সেনকে গৈরালা গ্রামে নিয়ে এসেছেন বিপ্লবী ব্রজেন সেন । মাষ্টারদার সাথে রয়েছেন তার একান্ত অনুগত শান্তি, কল্পনা দত্ত,  সুশীল ও মণি দত্ত । তাঁরা ছিলেন গ্রামের বিশ্বাস বাড়িতে, পরম যত্নে আগলে রেখেছিলেন সে বাড়ির বড়বধূ ক্ষিরোদপ্রভা ।


বেশ ছিলেন কিন্ত বিপদ এলো অন্য দিক দিয়ে । প্রতিবেশী নেত্র সেনের সন্দেহ হলো কারা আছে বিশ্বাস বাড়িতে ? কিসের এত ফিসফাস গুঞ্জন । খবর লাগাতে বললেন নিজের গিন্নিকে ।

গ্রাম্য বধূটি সরল মনে এসে বললো ও বাড়িতে সূর্য সেন লুকিয়ে আছে গো ! অমন লোককে খাওয়ালেও যে পূণ্যি লাভ !

শুনে লাফ দিয়ে উঠলো নেত্র । খবর দিলেই যে কড়কড়ে দশ হাজার টাকা ! বউকে আশ্বস্ত করে

ব্যাগ হাতে তখনই বেরিয়ে পড়লো, সোজা উঠলো গিয়ে থানায় ।


সেদিন রাতে ঘুম ভাঙতে চমকে উঠলো ব্রজেন , জানলা দিয়ে লণ্ঠন দেখিয়ে কি করছে দাদা নেত্রীর সেন ? এক মিনিটও লাগলো না বুঝতে, ছুট লাগালেন বিশ্বাস বাড়ির দিকে । দেরী হয়ে গেছে ততক্ষনে, ক্যাপ্টেন ওয়ামসলের নেতৃত্বে গোটা বাড়ি ঘিরে ফেলেছে গোর্খা সেনার দল।রকেট বোমার আলোতে সবকিছু দিনের মতো স্পষ্ট । 


পরদিন সমস্ত সংবাদপত্রের হেডলাইন..... গৈরালা নামক গ্রামে সূর্য সেন গ্রেফতার । এনাকে ধরবার জন্য সরকার দশহাজার টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন ।( অমৃতবাজার পত্রিকা ১৭.২.১৯৩৩)


তিনদিন পর.........

সন্ধে বেলায় জলখাবার খেতে বসেছে নেত্র সেন,পাশে স্ত্রী । দরজায় শব্দ হতে উঠে গিয়ে খুলে দিলেন। পাড়ারই চেনা ছেলে দেখা করতে এসেছে স্বামীর সঙ্গে । সবে উনি ভাবছেন সেখান থেকে সরে যাবেন কিনা, আচমকা পাড়ার সেই ছেলের হাতের ভোজালির কোপে স্বামীর মুণ্ডু ছিটকে পড়লো!


থরথর কাঁপছেন গ্রাম্য বধূ । ঘাতক যাওয়ার আগে বলে গেলেন, মাস্টার দার সঙ্গে বেইমানি করার উপযুক্ত শাস্তি ।


বৃটিশ পুলিশ কতবার কতভাবে জেরা করেছে সাধারণ আটপৌরে ঐ বধূটিকে। একবার তিনি বলুন স্বামীর ঘাতকের নাম। মুখ খোলেননি নেত্র সেনের বিধবা |

শুধু বলেছিলেন চোখের সামনে তিনি স্বামীকে লুটিয়ে পড়তে দেখে মানসিক ভাবে বিধ্বস্ত । স্বামী হারানোর যন্ত্রণায় এখন কষ্ট পাচ্ছেন, আর কিছুই বলার নেই। কিন্তু যে মানসিক যন্ত্রণায় তিনি সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন তা হল এই জেনে যে তাঁর স্বামী নেত্র সেন একজন বিশ্বাসঘাতক, যিনি  পুলিশের পুরস্কারের লোভে বিশ্বাসঘাতকতা করেছিলেন মাস্টার দার মতো ব্যক্তির সঙ্গে । তাই তাঁকে হত্যা করে ঠিকই করেছেন মাস্টার দার সহযোগী ঐ তরুণ। মেরে ফেললেও তিনি ওই বিপ্লবীর নাম ফাঁস করবেন না ।


হয়রানির বেশি আর কিছু নেত্র সেনের স্ত্রীকে করেনি ব্রিটিশ পুলিশ | ততদিনে তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে | কারাগারে নির্মম অত্যাচার করা হচ্ছে মাস্টার দার উপরে |


অনেকদিন পর জানা গেছিল হত্যাকারী আর কেউ নয়, ..... .....সেন বংশের পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিল ঐ বাড়িরই ছোট ছেলে কিরন সেন । মাষ্টারদা মরার আগে জেনে গেছিলেন দেশদ্রোহীকে চরম দন্ড দিতে তাঁর মন্ত্রশিষ্যরা এতটুকু দয়া দেখায়নি । 

মুক্তির মন্দিরের সোপান তলে এরকম কত কিরণ নিঃশব্দে দিয়েছে বলিদান ......আমরা মনে রাখিনি। 


"তোমাকে ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়া।

তোমার বিপ্লব আজও উদিয়মান সূর্যের আলোর মতো।

যতোদিন এই পৃথিবীতে সূর্য উঠবে, ততোদিন তুমিও থাকবে মাস্টারদা সমগ্ৰ ভারতবাসীর অন্তরের অন্তঃস্থলে।"

Saturday, 8 January 2022

अभिमन्यु कैसे मारा गया ?

  अभिमन्यु कैसे मारा गया ?

यदि कोई आपसे पूछे
कि
अभिमन्यु कैसे मारा गया ?
तो संभवतः आपके पास दो जवाब होंगे !
पहला:
अभिमन्यु को कौरव सेना के दर्जनों
महारथियों ने घेरकर मार दिया !!
दूसरा:
अर्जुन से चक्रव्यूह तोड़ने की विद्या सुनते
हुए सुभद्रा की नींद लग गई थी,
जिससे अभिमन्यु
माँ के गर्भ में चक्रव्यूह तोड़ने का हुनर
नहीं सुन पाया और
चक्रव्यूह में फंसकर मारा गया !!
लेकिन यह इस सवाल का सही जवाब
नहीं है...
इस सवाल का सही जवाब है....
कौरवों की वो रणनीति
जिसके तहत अर्जुन को युद्धक्षेत्र से
जानबूझकर इतनी दूर ले जाया गया कि,
वो चाहते हुए भी अपने बेटे को
बचाने हेतु समय पर नहीं पहुंच सके...!
अगर
अर्जुन अभिमन्यु से दूर नहीं होते
तो शायद कोई भी
अभिमन्यु को मार नही पाता !!
फिलहाल युद्धक्षेत्र सज चुका है..!
अभिमन्यु (मोदी जी) को
घेरने की पूरी तैयारी हो चुकी है !!
कौरवों के योद्धा
कांग्रेस,
सपा,
बसपा,
ममता,
लालु,
वांमपंथी,
आप,
ओवेसी
चीन और
पाकिस्तानी
इकट्ठे हो रहे हैं...!!!
अब.....बस
आखिरी रणनीति के तहत
अर्जुन को
(तमाम हिन्दुऔ को जातियों में
तोड़ कर)
रणक्षेत्र से दूर करने की कोशिश जारी है..!
अब ये आप पर निर्भर है कि,
आप..!
अभिमन्यु को अकेला छोड़कर
उसके मरने के बाद पछताना
चाहते हैं..
या..!
उसके साथ खड़े रहकर उसे
विजयी होते देखना..!!
हमारी आने वाली पीढ़ियों के भविष्य का सवाल है !
*वंदे मातरम्*




Monday, 3 January 2022

বাবাজি - Hansraj Raghuwanshi

 #Hansraj #Raghuwanshi


এখন যিনি 'বাবাজি' নাম পরিচিত | একজন ভারতীয় মেধাবী গায়ক |  ব্যাক টু ব্যাক সুপারহিট গান দিয়ে চলেছেন এবং তাঁর গায়কীর প্রতি আকর্ষিত হয়ে ভারতীয় যুব সমাজ ভক্তিতে লীন হয়ে যায় |


কিন্তু কে এই ছেলেটি?


হিমাচল প্রদেশের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ছেলেটির বয়েস মাত্র 27 বছর | হিমাচল প্রদেশের সুন্দর নগর কলেজে লেখাপড়া করতেন,তবে পারিবারিক অর্থনীতি টানাপোড়েন এর কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারেননি |  এরপর কাজের খোঁজে দিল্লি চলে আসেন 2010 সালে | কিন্তু দিল্লিতেও কর্ম সংস্থানের সুযোগ না পাওয়ার পুনরায় হিমাচল প্রদেশে ফিরে এসে তাঁর নিজের কলেজ ক্যান্টিনেই কোনরকম একটা কাজ করার সুযোগ পান |


ছোট থেকেই ভোলে বাবার একজন ভক্ত ছিলো | ক্যান্টিনে কাজের ফাঁকে ফাঁকে গুনগুন করে ভোলে বাবার ভজন গাইতেন | তাঁর গান শুনতে ভালোবাসতেন অনেকেই | এরপর তাঁর কিছু শুভাকাঙ্খী বন্ধুর সহযোগিতায় ও পরামর্শে 2016 সালে তাঁর একটি গান ইউটিউবে পাবলিস করে |


কিন্তু " অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায় হায় যে নিয়তির কি খেলা" হয়তো বড় সফলতা প্রাপ্তির আগে ঈশ্বর তার ভক্তের পরীক্ষা নিয়ে থাকেন, যাতে সফলতা আসার পরে গ্রাউন্ডেট থেকে মানুষ নিজের সফলতাকে ধরে রাখতে পারে| 


তাঁর গানের ভিওয়ার্স দেড় লক্ষ ছাড়িয়ে যাওয়ার পরে ইউটিউব তার পলিসির কারণে গানটিকে ডিলিট করে দেয় | এরপর পুনরায় সে গানটি আপলোড করে অতঃপর আবারও একই কারণে গানটি ডিলিট করে দেয় ইউটিউব কতৃপক্ষ | ততক্ষনে তাঁর গান মানুষ পছন্দ করছে সেই ব্যাপারে ক্লিয়ার হয়ে যায় | বারবার আসফলতা তাকে তাঁর গানের প্রতি আরো বেশি সেনসিটিভ করে তুলছিলো| শত বাঁধা বিপত্তিকে টাফ ফাইট দিতে মনের জোরে ফাইনালি কিছু টাকা জোগাড় করে কোন দক্ষ ষ্টুডিওতে গান রেকর্ড করেন এবং ইউটিউব এর সমস্ত গাইডলাইনকে মান্যতা দিয়ে 2016 সালে রিলিজ করে "ভোলে বাবা" গানটি যা মিলিয়ান ভিওয়ার্স পার করে | 


    বাবাজির জীবনের এই ট্রান্সফরমেশন পিরিয়ড থেকে যুব সমাজের অনেক কিছু শেখার আছে | বর্তমানে ভারতীয় যুব সমাজ যেখানে পাশ্চাত্য গান বাজনাকে আপন করতে গিয়ে নিজের সংস্কৃতিকে সন্মান জানাতে ভুলে যাচ্ছে | সেখানে হিমাচলের এই যুবক  শিবের ভজনকে ট্র্যান্ডিং এর রূপ দিতে সক্ষম হয়েছে | তাঁর গানের প্রতিটা শব্দে আছে আধ্যাত্মিকতার মার্ক দর্শন | কেদার নাথকে ঘিরে তাঁর উন্মাদনা আমাদের অন্তরাত্মার দরজা খুলে দিয়েছেন, এখন কেদার নাথ যাত্রা করছে প্রচুর ইয়ং ছেলে মেয়ে | 

তার গানের গভীরতার একটা ছোট্ট উদাহরণ দেই...

"Shiv Sama Rahe Mujhme

Aur Mai Shunya Ho Raha Hoon"


শিব অর্থাৎ সত্য সুন্দর মঙ্গলময় যা কিছু, "শূন্য হয়ে যাওয়া"  মানে অতীত থেকে মুক্ত হয়ে, ভবিষৎ এর চিন্তা না করে বর্তমান ক্ষনকে উপভোগ করো | চিন্তা নয় চিন্তনে মগ্ন হও| ইগো, অহং, আমিত্বকে ভুলে গিয়ে completely surrender to god...এই 

state of mind এ আসাই হচ্ছে "শূন্য কা উর্জা"....


    আমাদের দৃষ্টিভঙ্গি বদল প্রয়োজন | "ঈশ্বরের আশীর্বাদ" বলতে আমরা যা বুঝি, বিনা কর্মে ফল লাভের আশা | আসলে কি তাই? ভগবান কোন আঁকার রূপে নেই, তিনি আছেন আমাদের আশেপাশেই এনার্জি ফর্মে | প্রতিনিয়ত আমাদের intuition power আমাদের গাইড করে যায়, আমরা বাহ্যিক বস্তুর প্রতি এতটাই মোহিত হয়ে থাকি যে, এত শোরগোলের তাণ্ডপে, নিজের intuition guidance কে উপেক্ষা করে পরের উপদেশ গ্রহণ করি | প্রতিটা আত্মা পরমত্মার অংশ | অন্তরের যে শক্তি তা স্বয়ং ডিভাইন কলিং এবং তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেন, সঠিক রাস্তা দেখান, আমরা সচেতন হলে সেই রাস্তা বাছাই করে সাকসেস হওয়ার দিকে এগিয়ে যাবো |


জয় ভোলানাথ 🔱🔱🔱🔱