Tuesday, 15 February 2022

লুইজান আল হাথলাউল

 


লুইজান আল হাথলাউল, সৌদি আরবের 

শরিয়তি ইসলামি আইনে নারীদের উপর অকথ্য অত্যাচারের কথা 
সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। কুপ্রথার প্রাচীর ভেঙে 
চালিয়েছেন গাড়ি, ছেড়েছেন হিজাব, গড়ে তুলেছেন গণ আন্দোলন।


এরজন্য অত্যাচার কম হয়নি লুইজানের উপরে। ১০০০ দিনের 
কারাবাস হয়েছে, সেখানে জেলকর্মীরা তাকে লাগাতার ধর্ষণ 
করেছে। পুরুষ বন্দীদের মাঝে বসিয়ে দেখানো হয়েছে পর্ণোগ্রাফি, 
সিলিং থেকে ঝুলিয়ে মারা হয়েছে তাকে। তবে এত যন্ত্রণা দিয়েও 
রোখা যায়নি তাঁকে, তাঁর লড়াইকে। 

সম্প্রতি কারাবাস থেকে মুক্তি পেলেন তিনি। সমগ্র বিশ্বের কোটি 
কোটি নারীদের আদর্শ মানবীরূপী এই দেবীকে আমার অন্তরের 
প্রণাম।

No comments:

Post a Comment