মেয়েটির ছিল সামনেই মাধ্যমিক,
তাই প্রস্তুতি চলছিল রাতভোর;
মাঝরাতে দরজাটা নড়ে উঠলো জোর।
তাই প্রস্তুতি চলছিল রাতভোর;
মাঝরাতে দরজাটা নড়ে উঠলো জোর।
মুহূর্তেই ভেঙে পড়ল দুয়ার,
ছিঁড়ে খেলো চার চারটে জানোয়ার;
রাতের অন্ধকারেই মিলিয়ে গেলো চিৎকার।
ছিঁড়ে খেলো চার চারটে জানোয়ার;
রাতের অন্ধকারেই মিলিয়ে গেলো চিৎকার।
ভূগোলের বইটা এখনও খোলা পড়ে,
মানচিত্রটা কেবল হয়ে গেছে লাল;
ওটাই তো রাজ্যের বর্তমান হাল।
মানচিত্রটা কেবল হয়ে গেছে লাল;
ওটাই তো রাজ্যের বর্তমান হাল।
কাকদ্বীপ থেকে কামদুনি,
কখনও ‘সাজানো’, কখনও ‘ছোট্টো’
এই প্রতিক্রিয়াই তো শুনি।
কখনও ‘সাজানো’, কখনও ‘ছোট্টো’
এই প্রতিক্রিয়াই তো শুনি।
গড়বেতার দেহটাও ছিলো পোড়া,
উন্নয়নের জোয়ারে সবকিছুই আজ
ক্ষতিপূরণের প্যাকেজে মোড়া।
উন্নয়নের জোয়ারে সবকিছুই আজ
ক্ষতিপূরণের প্যাকেজে মোড়া।
পড়ার ঘরটা আজ বড়ই ফাঁকা,
দিদি আসবেন কি একবার,
মেয়েটির বাবার হাতে তুলে
দিতে 'কন্যাশ্রী'র টাকা!
দিদি আসবেন কি একবার,
মেয়েটির বাবার হাতে তুলে
দিতে 'কন্যাশ্রী'র টাকা!
No comments:
Post a Comment